শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১২:২৯ পূর্বাহ্ন
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দুর্ঘাপুর বাজারে অপরিকল্পিত দোকানকোঠা নির্মানের কারনে অল্প বৃষ্টিতেই পানিবিন্দ হয়ে পড়েছে দুর্ঘাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। এতে উক্ত বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা হাটু পানি ভেঙ্গে বিদ্যালয়ে যেতে হয়। এ নিয়ে ওই এলাকার সাধারন মানুষের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
সরেজমিনে গিয়ে জানাযায়, উপজেলার দুর্ঘাপুর বাজারের ব্যবসায়ী আখলুছ মিয়া, সাজন মিয়া, সজ্জাদ মিয়া, নুরুল হকসহ অনেক ব্যবসায়ী ওই বাজারে অপরিকল্পিত ভাবে মার্কেট ও দোকানকোঠা নির্মান করেন। এর কারনে বর্ষাকালে অল্প বৃষ্টিপাত হলেই বাজারের নিকটে দুর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র কাচা রাস্তাটি হাটু পানিতে তলিয়ে যায়। এই পানি নামতে কয়েকদিন সময় লেগে যায়। এতে চরম বিরম্ভনায় পড়েন উক্ত প্রতিষ্টানের কোমলমতি ছাত্র-ছাত্রী-শিক্ষক ও অভিভাবক। অনেক কষ্ট করে পানি ভেঙ্গে সবাইকে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়। এ ব্যাপারে দুর্ঘাপুর গ্রামের বিশিষ্ট ব্যক্তি মোঃ আলা উদ্দিন বলেন ও নুরুল আমীন জানান, বাজারে কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টি হলেই স্কুলে যাতায়াতের একমাত্র রাস্তাটি পানিতে তলিয়ে যায়। এই পানি নামতে অনেক সময় লাগে। কোমলমতি শিক্ষার্থীরা পানি ভেঙ্গে কষ্ট করে স্কুলে যেতে হয়। বিশেষ করে ছোট বাচ্চাদের খুব সমস্যা অনেকে সাতার চেনেননা। এ কারনে ছাত্র/ছাত্রীদের অভিভাবকরা নিজে নিয়ে আসতে হয়। কেউ কেউ ঝুকি নিয়েই আসা যাওয়া করেন। এ ব্যাপারে বিষয়টি কর্তৃপক্ষ জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য জোর দাবী জানিয়েছে এলাকাবাসী।