মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৪ পূর্বাহ্ন

চালু হল সিলেট-ঢাকা রুটে রেল চলাচল

নিজস্ব প্রতিবেদকঃ  চালু হয়েছে ঢাকা-সিলেট রুটে রেল চলাচল। রবিবার (১৯ জুন) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে স্টেশনে বন্যার পানি উঠায় রেল যোগাযোগ বন্ধ রাখা হয়। রেল যোগাযোগ চালুর বিষয়টি নিশ্চিত করেন সিলেট রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম।

সিলেট স্টেশন থেকে ঢাকার উদ্দেশে বিকাল ৩টা ৪৫ মিনিটে পারাবত এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাবে বলেও জানা গেছে। সিলেট রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম বলেন, শনিবার (১৮ জুন) থেকে ফেঞ্চুগঞ্জ পর্যন্ত বেশ কয়েক জায়গায় রেললাইনে বন্যার পানিতে নিমজ্জিত হয়ে পড়ে। যে কারণে সিলেট রেলস্টেশন থেকে রেল চলাচল বন্ধ রাখা হয়।

তবে ফেঞ্চুগঞ্জ স্টেশন থেকে রেল যোগাযোগ স্বাভাবিক ছিল। আজ (রবিবার) রেললাইন থেকে পানি সরে যাওয়ায় দুপুর থেকে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এর আগে স্টেশনে বন্যার পানি ওঠায় শনিবার (১৮ জুন) সিলেট স্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.