শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৩ অপরাহ্ন

চুনারুঘাটে অবহিতকরণ প্রশিক্ষণ শুরু

চুনারুঘাট প্রতিনিধি, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের লক্ষ্যে অ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্যদের নিয়ে তিনদিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ৯টায় পদক্ষেপ গণপাঠাগারের হলরুমে চুনারুঘাট অ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন ফজল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন ও যুগ্ম-সাধারণ সম্পাদক এফ এম খন্দকার মায়ার যৌথ সঞ্চালনায় এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এজাজ মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন, তথ্য কর্মকর্তা জান্নাত ফেরদৌস, অ্যাডভোকেসি নেটওয়ার্কের বিভাগীয় সমন্বয়কারী মোহাম্মদ শাহজাহান ও সহ-সমন্বয়কারী সাইফুল ইসলাম চৌধুরী।

জানা গেছে, চুনারুঘাট অ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটি ওয়েব ফাউন্ডেশনের উদ্যোগে অ্যাডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের জন্য মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন বিষয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৫ আগস্ট পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, নিম্ন জীবনমান শ্রেণির মানুষ এবং অংশগ্রহণকারী অ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্যগণ।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs