শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৬ অপরাহ্ন

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, লক্ষ টাকা জরিমানা

চুনারুঘাট প্রতিনিধি, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনে প্রশাসনের অভিযানে জরিমানা করা হয়েছে।

রোববার (২১ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক। এবং সার্বিক সহযোগিতা করেন চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।

উপজেলার হলদিউড়া এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময়ে ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামাদি বিনষ্ট করা হয়।

এসময় প্রশাসনের পক্ষ থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করা হয়

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs