রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫১ অপরাহ্ন

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, অর্থদণ্ড প্রদান

চুনারুঘাট প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার ( ১৩ সেপ্টেম্বর) সকালে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি ) আফিয়া আমিন পাপ্পা। সার্বিক সহযোগিতা করেন চুনারুঘাট থানা পুলিশ।

উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের ‌নালমুখ বাজারের দক্ষিণে লাদিয়া এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে এ অর্থদণ্ড প্রদান করে। অবৈধ বালু উত্তোলনের দায়ে বড়াআব্দা গ্রামের আব্দুল হাই এর ছেলে লাল মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে জানানো হয়।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs