শনিবার, ১০ Jun ২০২৩, ১২:১৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি ॥ চুনারুঘাটে সড়কের পাশে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে চুনারুঘাট উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের দেউন্দি-শানখলা সড়কের পাশে অনুমতি ব্যতিত মাটি কর্তন করার অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। সার্বিক সহযোগিতায় ছিল চুনারুঘাট থানা পুলিশের একটি টিম। অভিযানে বিল্লাল মিয়া (৩৪) কে ৫০ হাজার টাকা এবং লোকমান মিয়া (৩৮) কে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। এ ধরণের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমান আদালত।