বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১১:২৫ অপরাহ্ন
চুনারুঘাট প্রতিনিধি, চিরচেনা রূপে, আনন্দঘন পরিবেশে হবিগঞ্জের চুনারুঘাটে ৩০০টাকা মজুরি বৃদ্ধির দাবীতে টানা ১৮ দিনের ধর্মঘটের পর ২০তম দিনে সোমবার কাজে যোগ দিয়েছেন লস্করপুর ভ্যালীর ২৩ বাগানের চা-শ্রমিকেরা।
সোমবার (২৯ আগস্ট) সকালে কাজে ফেরা শ্রমিকরা বাগানের অভ্যন্তরে দলে দলে আনন্দ মিছিল সহকারে কাজে যোগ দেন। এদিকে টানা ২০তম দিন পর চা শ্রমিকরা কর্মক্ষেত্রে ফিরে কাজ করতে পারায় প্রত্যেকের চোখে – মুখে আনন্দের অনুভূতি লক্ষ্য করা গেছে।
১৯তম দিন রোববার সাপ্তাহিক ছুটি থাকার কারণে শ্রমিকরা কাজে যোগ দেয়নি। তবে এদিন সকালে লস্করপুর ভ্যালীর ২৩ বাগানের চা শ্রমিকরা বাগানে বাগানে আনন্দ উল্লাস ও মিছিল এবং মিষ্টি মুখ করতে দেখা গেছে। চা শ্রমিকদের দৈনিক মজুরি বাড়িয়ে ১৭০ টাকা করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান সাধারণ শ্রমিকসহ আন্দোলনের নেতারা।
অন্যদিকে, শনিবার বিকেলে চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে শ্রমিক ইউনিয়নের নেতারা সন্তুষ্টির কথা জানালেও সাধারণ চা শ্রমিকরা খুশি নন বলে অনেকের দাবী করে জানান।
সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলার চান্দপুর চা-বাগানে গিয়ে দেখা যায় শ্রমিকেরা সবাই কাজে যোগ দিয়েছেন। স্থানীয় শ্রমিক নেতা সাধন সাঁওতাল বলেন, দীর্ঘদিন ধরে আমরা মজুরি বৃদ্ধির আন্দোলন করেছি। শুরু থেকেই প্রধানমন্ত্রীর ঘোষণার জন্য অপেক্ষায় থাকার পর শনিবার আমাদের নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে। তাই সোমবার কাজে যোগ দিলাম।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-দলই ভ্যালির সভাপতি ধনা বাউরি বলেন, দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত সবাই মেনে নিয়েছে। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সাধারণ চা শ্রমিকেরা কাজে যোগ দিয়েছে। আমাদের লস্করপুর ভ্যালির ২৩ চা বাগানের পঞ্চায়েত নেতৃবৃন্দকেও শ্রমিকদের কাজে যোগদানের বিষয়টি জানানো হয়েছে ।
উল্লেখ্য যে, দৈনিক ৩০০ টাকা মজুরির দাবীতে টানা ১৮ দিন ধরে ধর্মঘট পালন করছেন দেশের সব চা বাগানের শ্রমিকরা। এ অবস্থায় শনিবার বাগান মালিকদের নিয়ে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণভবনে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে ১৩ জন বাগান মালিক অংশ নেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকে প্রধানমন্ত্রী চা শ্রমিকদের মজুরি ৫০ টাকা বাড়িয়ে ১৭০ টাকা নির্ধারণ করে দিয়েছেন। ১২০ টাকা বাড়িয়ে ৩০০ টাকার দাবীর বিপরীতে মাত্র ৫০ টাকা মজুরি বাড়ায় তারা সন্তুষ্ট নন বলে জানান। অপরদিকে, আনন্দ উল্লাসের মাধ্যমে প্রধানমন্ত্রী নির্ধারিত ১৭০টাকা মজুরিতে সোমবার লস্করপুর ভ্যালির ২৩ চা বাগানের শ্রমিকরা কাজে যোগদান করছেন।