রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০২ অপরাহ্ন

চুনারুঘাটে কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চাঞ্চল্যকর ও আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামি মো. লাল মিয়া (৩৮) কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (১০ জুন) রাত সাড়ে ৮টায় র‍্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তি চুনারুঘাট উপজেলার জিকুয়া গ্রামের মৃত সমুজ আলীর ছেলে এবং গত ০১ মে নারী ও শিশু নিযার্তন দমন আইনে দায়েরকৃত মামলার এজাহারনামীয় একমাত্র আসামি।

বিষয়টি নিশ্চিত করেছেন, র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার সোমেন মজুমদার।

তিনি জানান, একটি অপরিচিত মোবাইল নাম্বারের মাধ্যমে ভিকটিম (১৫) এর সাথে গ্রেপ্তারকৃত আসামির যোগাযোগ হয় এবং একসময় তাদের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে আসামি ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজের কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণসহ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs