রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৪:২১ পূর্বাহ্ন

চুনারুঘাটে গাছ পাচারের হোতা বনদস্যু নানক র‌্যাবে হাতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ চুনারুঘাটে একাধিক বন মামলার পলাতক আসামি বনদস্যু নানক গুঞ্জু (৩৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত বুধবার (২ ফেব্রæয়ারি) দিবাগত রাতে উপজেলার চাঁনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক র‌্যাব-৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা। সে চুনারুঘাট উপজেলার কাপাই অফিস লাইন এলাকার অজিদ গুঞ্জুর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত নানকু গুঞ্জু
স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং সাতছড়ি রেঞ্জের গাছ কাটার কথা স্বীকার করে। সে আরও জানায়, তার বাহিনীর সদস্যদের নিয়ে সাতছড়ি জাতীয় উদ্যানের গাছ কেটে পাচার করতো। তাদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় একাধিক মামলা রয়েছে। র‌্যাব-৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামীকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs