শুক্রবার, ০২ Jun ২০২৩, ০২:৪৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মুজিববর্ষে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো “মুজিব বর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” ।
বৃহস্পতিবার (১০ মার্চ)সকালে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা
অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা বারীন্দ্র চন্দ্র রায়, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ কায়ছার খান, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি সাংবাদিক জামাল হোসেন লিটন সহ বিভিন্ন দপ্তরের প্রধান, সাংবাদিকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।