মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১২:৫৯ অপরাহ্ন

চুনারুঘাটে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সভা

নিজস্ব প্রতিবেদকঃ  আসন্ন সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদির লস্কর।

চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সনাতন ধর্মাবলম্বী ও স্থানীয় প্রতিনিধিদের উপস্থিতি উক্ত আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অতিথিগণ মহামারি করোনাভাইরাসের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে পূজা পালন করার লক্ষ্যে আলোচনা করেন। প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদির লস্কর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে স্বাস্থ্যবিধি মেনে পূজা আয়োজন করার পরামর্শ দেন ও সার্বিকভাবে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

চুনারুঘাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রণয় পাল বলেন, আমরা সরকারি বিধিনিষেধ মেনে দায়িত্বশীলতার সাথে উৎসব পালন করার প্রক্রিয়া অবলম্বন করেছি। প্রশাসনিক সহযোগিতাও পাচ্ছি। এ বছর আমাদের উপজেলায় ৮২টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন হবে। পৌরসভার ভেতরে ৯টি, চা-বাগান অঞ্চলে ২৮টি এবং বিভিন্ন গ্রামে ৪৫টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন হবে। আমরা আমাদের ধর্মীয় প্রথা অনুযায়ী আগামী ১১ অক্টোবর থেকে ৫ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা উদযাপন করব।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক বলেন, চুনারুঘাটে শারদীয় দুর্গাপূজা উদযাপনের পরিবেশ খুবই ভালো। আমাদের প্রশাসনিক কার্যক্রম অব্যাহত আছে। সুন্দর ও সুশৃঙ্খলভাবে এ উৎসব সম্পন্ন হবে।

এ সময় উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান মহালদার, পৌর মেয়র সাইফুল আলম রুবেল, থানার ওসি আলী আশরাফসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs