মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৬:০৬ অপরাহ্ন

চুনারুঘাটে নারীসহ ১২ ফেরারি আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জ জেলার চুনারুঘাট থেকে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত এক নারীসহ ১২ ফেরারি আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২১ অক্টোবর) দিবাগত রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন ফজল মিয়া (৩০), তাজুল মিয়া (৩২), মো. মৌলদ মিয়া (৪৫), মো. তাজুল মিয়া (৩৭), লিটন মিয়া (৩৬), আক্তার হোসেন (৩৮), মো. আব্দুল আওয়াল (৩০), আব্দুল হাফিজ ওরফে আব্দুল মতলিব (৩৫), পারভীন আক্তার (৩৬), আলমগীর নিহাদ (৩২) সহ আরও দু’জন।চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ জানান, মাদক, জুয়া, মারামারিসহ বিভিন্ন মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।আসামিরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে পলাতক ছিল। বৃহস্পতিবার দিবাগত রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে থানা থেকে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs