মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৩:৪৬ অপরাহ্ন

চুনারুঘাটে পৌর ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত

চুনারুঘাট প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে পৌর ছাত্রলীগের ১নং থেকে ৯ নং ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জীবন বৃত্তান্ত সংগ্রহ উপলক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর ছাত্রলীগের সভাপতি সম্রাট আহমেদ। পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হোসেন দীপুর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেন জিতু, সাধারণ সম্পাদক আনোয়ার আলী, যুগ্ন-সম্পাদক ও পৌর মেয়র সাইফুল আলম রুবেল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের, ইউপি চেয়ারম্যান মহিতুর রহমান রুমন ফরাজি, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও প্রেসক্লাব সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, উপজেলা যুবলীগের যুগ্ন-সম্পাদক আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহজাহান সামি, সাধারণ সম্পাদক সায়েম তালুকদার।

এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক মারজান চৌধুরী, যুগ্ম সম্পাদক অসি তালুকদার প্রমুখ। উল্লেখ্য যে, চুনারুঘাট পৌর ছাত্রলীগের ১নং থেকে ৯ নং ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রায় ৪০ জন পদপ্রত্যাশী নেতাকর্মী জীবন বৃত্তান্ত সংগ্রহ করেন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.