News
- ১১ মে, ২০২২ / ৮৬ দেখেছেন
নিজস্ব প্রতিবেদকঃ চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের মীরেরপাড়া গ্রামে বখাটেদের হামলায় ৩ নারীসহ ৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন- মীরের পাড়া গ্রামের মৃত নিম্বর উল্লার পুত্র সিরাজ উল্লাহ (৭০), মফিজ উল্ল্যাহ (৫০), মালেক মিয়ার স্ত্রী রিনা (৫৫), সিরাজ উল্লার মেয়ে রহিমা বেগম (৪০), সানু মিয়ার স্ত্রী হাজেরা খাতুন (৬০)। আহতদের উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মফিজ উল্ল্যা, সিরাজ ও রহিমাকে গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়।
আহত মফিজ উল্ল্যা জানান, গতকাল সোমবার
রাত সাড়ে ৮টায় তাদের বাড়ির সামন দিয়ে পাশবর্তী হাসারগাও এলাকার জহুর হোসেনের নাতী মো. খাইরুল ও রিয়াজসহ একদল যুবক নারীদের দেখে উচ্চস্বরে অশোভনীয় ও অসংলগ্ন কথাবার্তা বলছিল। এ সময় মফিজ উল্লাহ তাদেরকে শালীনতা বজায় রাখতে বলায় তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। কিছুক্ষণ পর খাইরুল, রিয়াজ, শরীফ, রিমন, ময়না, জাহেদসহ ১৫/১৬ জনের একদল লোক এসে বাড়িতে হামলা করে ৩টি বসতঘর ভাংচুর করে। এতে তাদের হামলায় নারীসহ ৫ জন আহত হন।
আহত রহিমা ও হাজেরা খাতুন বলেন, আমাদের বাড়ির সামন দিয়ে প্রায় সময় তারা উত্যক্ত বিরক্ত করে আসছে। তারা এলাকার প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়না। তারা প্রায় সময় বাড়ির সামন দিয়ে যাওয়ার পথে জামেলা করে। তাদের অত্যাচারে আমরা অতিষ্ট।
আহত হাজেরার ছেলে শাহিন মিয়া জানায়, চক্রটি ব্যাপক ভাংচুর করে তাদের প্রায় ৪ লক্ষাধিক টাকা লোটে নেয়। খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই লিটনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনারস্থল পরিদর্শন করেন। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।