রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৪:২১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বাল্যবিবাহ নিরোধ ও নারী শিশু নির্যাতন দমন আইন জেন্ডার সমতা বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ মার্চ) সকালে চুনারুঘাট সরকারি কলেজে উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তথ্যআপা সোনালী রাণীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- প্রোগ্রাম অফিসার, ওয়ান স্টপ ক্রাইসিস সেল, হবিগঞ্জের মো. বাবুল মিয়া, লিগ্যাল এ্যাডভাইজার, এসেড, হবিগঞ্জের আলেয়া আক্তার।
তথ্যকেন্দ্র চুনারুঘাটের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে উন্নত যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পে (২য় পর্যায়ে) উক্ত উঠান বৈঠক সভা পরিচালনা করা হয়েছে।
এসময় উপস্থিত অতিথিগন আইন, বাল্যবিবাহ নিরোধ আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন ও জেন্ডার, জেন্ডার সমতা, বাল্যবিবাহের কুফল, নারী নির্যাতন রোধ, বিভিন্ন প্রশিক্ষণের তথ্য বিষয়ে পৃথক পৃথক অনুষ্ঠানে দীর্ঘ আলোচনা পরামর্শ দেয়া হয়।
এসময় তথ্যকেন্দ্রের কর্মকর্তা কর্মচারীসহ কলেজের অসংখ্য ছাত্রছাত্রী ও কিশোর-কিশোরী ক্লাবের সদস্য অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।