বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৭:৩৭ পূর্বাহ্ন

চুনারুঘাটে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্টকার্ড ও ডিজিটাল বিতরণ

চুনারুঘাট প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্টকার্ড ও ডিজিটাল সার্টিফিকেট বিতরণ করলেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি।

রবিবার  এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ এম. আলী আশরাফ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ, আব্দুল গফ্ফার, ডাঃ স্বদেশ রঞ্জন সরকার, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বারীন্দ্র রায়, মিরাশী ইউপি চেয়ারম্যান মানিক সরকার, রাণীগাঁও ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, দেওরগাছ ইউপি চেয়ারম্যান মুহিতুর রহমান রুমন ফরায়েজী, সাটিয়াজুরী ইউপি চেয়ারম্যান আব্দালুর রহমান আবদাল, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন প্রমুখ।

 

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.