রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৩:৫২ অপরাহ্ন

চুনারুঘাটে ব্যাটারিচালিত রিকশা চুরির অভিযোগে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের চুনারুঘাটে ব্যাটারিচালিত রিকশা চুরির অভিযোগে ছয় জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার রাতে চুনারুঘাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১০ নম্বর মিরাশী ইউপির আইতন বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা নয়ানী গ্রামের মৃত আ. আওয়ালের পুত্র মো. আবুল হোসেন প্রকাশ বশির (২৫), বড়াব্দা গ্রামের মোক্তার মিয়ার পুত্র ফয়সল মিয়া ওরফে মো. সুমন (২৩), পূর্ব পাকুরিয়া গ্রামের মৃত আলফর মোল্লার পুত্র ছায়েদ মিয়া (৩৫), দ্বিমাগুরুন্ডা গ্রামের আব্দুল্লাহর পুত্র জসীম মিয়া (২২), কাচুয়া গ্রামের মৃত হাফিজ উল্লার পুত্র আজিজুল্লা রাজন (২০), নোয়াবাদ গ্রামের আ. মন্নান কমলার পুত্র আলমগীর (২১)।

চুনারুঘাট থানার এসআই ফজলে রাব্বি বলেন, গত ২৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮ টায় পৌর এলাকার হাতুন্ডা গ্রামের শংকরের বাড়ির পাশে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বনগাঁও গ্রামের মৃত কালাম মিয়ার পুত্র মো. আঃ ছাত্তার মিয়ার ব্যাটারিচালিত রিকশার নাট-বল্টু খুলে তারা নিয়ে যায়। এ ঘটনায় ব্যাটারিচালিত রিকশার মালিক তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করেছে।

চুনারুঘাট থানার ওসি (তদন্ত) মো. গোলাম মোস্তফা এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs