বুধবার, ০৭ Jun ২০২৩, ০১:৫০ পূর্বাহ্ন
চুনারুঘাট প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ৩ নম্বর দেওরগাছ ইউনিয়নের রামগঙ্গা চা-বাগানের ছড়ার উপর নির্মিত ব্রিজের শুভ উদ্বোধন করেছেন বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট মাহবুব আলী এমপি।
রোববার (৭মে) বেলা সাড়ে ১১টায় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক সংলগ্ন ছড়ার উপর নির্মিত ব্রিজের শুভ উদ্বোধন করা হয়।এই ব্রিজ নির্মাণে ব্যয় হয়েছে ৭০ লাখ ৫০ হাজার টাকা। অর্থায়ন করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আবু তাহের মিয়া মহালদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, থানার ওসি মো. রাশেদুল হক প্রমুখ।