রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৫ অপরাহ্ন
চুনারুঘাট প্রতিনিধি ॥ কৃত্রিম ভাবে সংকট তৈরী করে উচ্চ মূল্যে সার বিক্রি করা এবং উপজেলা কৃষি অফিসার বার বার অভিযোগ দিয়েও কোন প্রতিকার না পেয়ে বিক্ষোভ করেছে চুনারুঘাটের কৃষকরা।
(৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সন্ধায় চুনারুঘাটের আমুরোড বাজারে বিক্ষোভ করেন তারা। এ সময় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সাধারন সম্পাদক মিজানুর রহমান, কৃষক আলী রহমান, কৃষক আঃ হামিদ, কৃষক তাহির মিয়া, ছুরত আলী, মিয়া ধন মোল্লা, আকসির মিয়া, মুক্তার মিয়া, এনাম মিয়া, কাজল মিয়া, সফিক মিয়া। এ সময় কৃষকরা আহম্মদাবাদ ইউনিয়নের দায়িত্বরত দুজন সহকারি কৃষি কর্মকর্তাসহ উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তোলেন। কৃষকরা বলেন স্থানীয় কৃষি কর্মকর্তার যোগসাজশে ডিলার গন এসব করছে। জানা যায়, উপজেলায় সারের ডিলাররা দীর্ঘদিন ধরে কৃত্রিম সংকট তৈরী করে রাতের আধারে উচ্চ দরে বিক্রি করে আসছেন। বিষয়টি স্থানীয় কৃষকরা উপজেলা নির্বাহী অফিসারকে লিখিতভাবে অভিযোগ করেন। উপজেলা নির্বাহী অফিসার উপজেলা কৃষি অফিসারকে দায়িত্ব দিলে তিনি ডিলারদের সাথে সখ্যতা গড়ে তোলেন এবং আর্থিক সুবিধা নেন বলে কৃষকরা অভিযোগ করেন। বার বার চেষ্টা করেও কৃষকরা সার না পেয়ে দিশেহারা। তারা কান্নায় ভেঙ্গে পড়েন। স্থানীয় আমুরোড বাজারের ডিলার মনির পাঠান, মফিজ মিয়া, সেলিম আহমেদ, সবুজ মিয়া সহ কয়েকজনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মাইদুল ইসলামকে ফোন দিলে তিনি জানান, তার উপজেলায় সারের কোন ঘাটতি নেই। চাহিদা অনুযায়ী সার ডিলাররা সময় মত পেয়ে গেছেন। ডিলাররা সার বিক্রি না করলে আমার কিছুই করার নেই। আগামী মৌসুমে সার এর চাহিদার চেয়ে বেশি রিকুইজেশন দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক বলেন, বিষয়টি তিনি নিজে তদারকি করবেন। জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, প্রধানমন্ত্রী যেখানে বলেছেন, এক ইঞ্চি কৃষি জমিও যাতে পরিত্যক্ত না থাকে, সেখানে সার ও কৃটনাশক সংকট তৈরী কৃষকদের বাধা গ্রস্ত করা যাবে না। যারা জালিয়াতি করে তাদের বিরুদ্ধে তদন্তপুর্বক ব্যবস্থা নেয়া হবে।