মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৩:০২ অপরাহ্ন

চুনারুঘাটে সীমান্তে ভারতীয় মাদকসহ গ্রেপ্তার ২

চুনারুঘাট প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকায় ১২০ কেজি গাঁজা, এক বোতল ভারতীয় মদ ও চার বোতল ভারতীয় বিয়ারসহ দুই মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ইনাতাবাদ এলাকার মৃত রমজান আলীর ছেলে তাইজুল ইসলাম (৫৯), কালী শিড়ি এলাকার জাকির হোসেনের ছেলে মো. মানিক মিয়া (২৭)।

জানা গেছে, বৃহস্পতিবার চিমটিবিল (বিওপি) বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে মাদকসহ তাদের গ্রেপ্তার করে। চিমটিবিল বিএপির হাবিলদার জাহাঙ্গীর আলম বাদী হয়ে চুনারুঘাট থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার (ওসি) মো. রাশেদুল হক বলেন, গ্রেপ্তারকৃতদের হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.