রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫১ অপরাহ্ন

চুনারুঘাট ও মাধবপুরে ৪০ কেজি গাঁজাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদকঃ চুনারুঘাট ও মাধবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আলী আশরাফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এসআই অজিত কুমার তালুকদার ও এএসআই কামরুল ইসলামের নেতৃত্বে এএসআই মোফাজ্জলসহ একদল পুলিশ অভিযান চালিয়ে মিরাশী ইউনিয়নস্থ ময়নাবাদ জনৈক খুর্শেদ আলীর বসতঘরের খাটের নিচে ২টি কুড়ার বস্তায় ভিতরে রক্ষিত ৪টি বান্ডিলের প্রতিটিতে ৫টি প্যাকেট ১ কেজি করে প্রতি বান্ডিলে ৫ কেজি করে ৪টি বান্ডিলে ২০ কেজি গাঁজাসহ আবু বক্কর (২৬) কে আটক করা হয়। আটক আবু বক্কর চন্দনা এলাকার আব্দুল গফুরের পুত্র।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়। এদিকে গতকাল শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আন্দিউরা গ্রামের জনৈক মাতিন খন্দকার এর দোকানের সামনে অভিযান চালিয়ে মোঃ আঃ বাছির (৩৪) কে আটক করা হয়েছে। আটক বাছির জগদীশ পুর ইউনিয়নের উত্তর বেজুড়া গ্রামের মৃত জাহেদ আলীর পুত্র। এ সময় তার হেফাজত থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs