বুধবার, ০৭ Jun ২০২৩, ১২:৩৯ পূর্বাহ্ন

চুনারুঘাট থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের চুনারুঘাট থানা এলাকা থেকে সাড়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার চাঁনপুর বাজার থেকে এ গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব ৯ জানায়, মঙ্গলবার বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৯ এর এএসসি এবং অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমার নেতৃত্বে হবিগঞ্জের চুনারুঘাট থানার চাঁনপুর বাজার থেকে সাড়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করার নিমিত্তে উদ্ধার করা গাঁজা হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব ৯ এর মিডিয়া অফিসার মাহফুজুর রহমান।

 

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs