শুক্রবার, ০২ Jun ২০২৩, ০২:২৫ অপরাহ্ন

খবরের শিরোনাম:
শান্তিগঞ্জে অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই আটক বাজেট ২০২৩-২৪: যেসব পণ্যের দাম বাড়ছে স্বাধীনতার ৫১ বৎসরে উন্নয়ন বঞ্চিত বীর শহীদের গ্রাম বানিয়াচংয়ের মাকালকান্দি ব্রাজিলের বড় জয়ের দিনে বিশ্বকাপ থেকে ছিটকে গেল আর্জেন্টিনা বাজেটে ঘাটতি ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনের ইনডোর সংস্কারের আনুষ্টানিক উদ্ভোধন। শিক্ষার ভাল পরিবেশ তৈরীতে প্রয়োজন দায়িত্বশীল ভূমিকা-এমপি আবু জাহির কাকাইলছেওয়ে সরকারি জায়গায় এক্সেভেটরের মাধ্যমে অবৈধভাবে পুকুর ও বসতভিটা নির্মাণ মাধবপুরে শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন লাখাইয়ে ৩৮টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

চ্যাম্পিয়নস লিগ থেকে বার্সেলোনার বিদায়

ডেস্ক রিপোর্ট এমনটা যে হবে, আগে থেকেই বোঝা যাচ্ছিল। তাও, পরের রাউন্ডে ওঠার একটা ক্ষীণ আশা কাজ করছিল বার্সেলোনার ভক্ত-সমর্থকদের মাঝে। পরের রাউন্ডে উঠতে চাইলে আজ বায়ার্নের মাঠে বায়ার্নের বিপক্ষে জিততে হতো বার্সাকে। কাজটা শুধু কঠিনই নয়, বর্তমান প্রেক্ষাপটে অসম্ভবই বলা চলে।

কিন্তু আশা করতে তো আর দোষ নেই! সেই আশা করেও লাভ হলো না শেষমেশ। বার্সেলোনাকে নিজেদের মাটিতে ৩-০ গোলে হারিয়ে বায়ার্ন নিশ্চিত করেছে, চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিচ্ছে বার্সেলোনা। গ্রুপে তৃতীয় হওয়ার সুবাদে এখন বার্সাকে দেখা যাবে ইউরোপা লিগে। ওদিকে এই গ্রুপ থেকে বায়ার্নের সঙ্গে পরের রাউন্ডে উঠেছে বেনফিকা।

২০০০-০১ মৌসুমের পর এই প্রথম চ্যাম্পিয়নস লিগের পরের রাউন্ডে উঠতে ব্যর্থ হলো কাতালানরা। গোটা ইতিহাসে এর আগে মাত্র তিনবার চ্যাম্পিয়নস লিগের পরের রাউন্ডে উঠতে পারেনি বার্সেলোনা। এই মৌসুমের শুরুতেই লিওনেল মেসি ক্লাব ছেড়েছিলেন। মেসি যাওয়ার পর প্রথম মৌসুমেই চ্যাম্পিয়নস লিগের পরের রাউন্ডে উঠতে ব্যর্থ হলো বার্সেলোনা। শেষবার যখন বার্সেলোনা পরের রাউন্ডে উঠতে পারেনি, পেদ্রি-আনসু ফাতিদের জন্মই হয়নি!

প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে ছিল বার্সেলোনা। দুই আক্রমণাত্মক মিডফিল্ডার টমাস মুলার আর লিরয় সানের গোল করেছিলেন। ৩৪ মিনিটে রবার্ট লেভানডফস্কির সহায়তায় প্রথম গোল করেন মুলার, পরে কিংসলে কোমানের সহায়তায় গোল করেন সানে। দ্বিতীয়ার্ধে আলফোনসো ডেভিসের সহায়তায় বার্সায় কফিনে শেষ পেরেক ঠুকে দেন জামাল মুসিয়ালা। ওদিকে দিনামো কিয়েভকে ২-০ গোলে হারিয়ে গ্রুপে দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে বেনফিকা।

গ্রুপপর্বের শেষ ম্যাচে ইয়ং বয়েজের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। নয় মিনিটে মেসন গ্রিনউডের গোলে এগিয়ে গেলেও ৪২ মিনিটে সুইস মিডফিল্ডার ফাবিয়ান রেইডার গোল করে সমতা ফেরান। এই ড্রয়ে অবশ্য ইউনাইটেডের কোনো ক্ষতিবৃদ্ধি হয়নি। গ্রুপের শীর্ষে থেকেই পরের রাউন্দে উঠছে তাঁরা।

ওদিকে সালজবুর্গের বিপক্ষে সেভিয়ার ১-০ গোলে হার নিশ্চিত করেছে, শুধু বার্সেলোনাই নয়, ইউরোপা লিগে যাচ্ছে সেভিয়াও। ভলফসবুর্গকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষ দল হয়ে পরের রাউন্ডে যাচ্ছে ফরাসি চ্যাম্পিয়ন লিল।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs