মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:২৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নে বজ্রপাতে জইন উদ্দিন (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ৬টার দিকে ওই ইউনিয়নের বোবরাপুর গ্রামে নিজের বাড়ির সামনে বজ্রপাতে ওই কৃষকের মৃত্যু ঘটে।
জানা যায়, সকালে টানা বৃষ্টির সময় কৃষক জইন উদ্দিন বাড়ির পাশের জমিতে হালচাষ করছিলেন। সকালে হঠাৎ বজ্রপাত হলে তার শরীরের কিছু অংশ পুড়ে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।