শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৬ অপরাহ্ন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানের পাথর টিলা এলাকায় ছড়ার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মৃতরা হলো- পাথর টিলা এলাকার শিবচরণ উড়াংয়ের ১১ বছর বয়সী মেয়ে নিরালা উড়াং ও বাবুল উড়াংয়ের ১০ বছরের মেয়ে রিসিতা উড়াং। দুজনই মিরতিংগা চাবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
ইউপি সদস্য ধনা বাউরী বলেন, মঙ্গলবার সন্ধ্যায় শিশু দুটিকে ধলাই নদী সংলগ্ন পাহাড়ি ছড়ার কালাছড়া এলাকা থেকে উদ্ধার করে মিরতিংগা চাবাগান হাসপাতালে নেয় স্থানীয়রা। পরে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। শিশু দুটি গোসল করতে ছড়ায় গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাঁছার বলেন, ছড়ার পানির গর্তে পড়ে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।