শুক্রবার, ০৯ Jun ২০২৩, ১১:৪১ অপরাহ্ন

খবরের শিরোনাম:

জগন্নাথপুরে গৃহবধূ হত্যা, স্বামীর দায় স্বীকার

জগন্নাথপুর প্রতিনিধি, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও গ্রামের প্রবাসী মেয়ের পাঠানো টাকা নিয়ে ঝগড়ার জেরে আছিয়া বেগমকে (৫০) গলা কেটে হত্যা করেছেন স্বামী নুর আহমদ (৫৮)।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জ আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হালিমের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা জানিয়েছেন নুর আহমদ।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম।

তিনি বলেন, ওই দম্পতির মেজো মেয়ে গত ১০ মাস ধরে সৌদি আরবে গৃহকর্মীর কাজ করছেন। প্রথম ৪ মাস তিনি তার বাবার কাছে টাকা পাঠাতেন। এরপর থেকে প্রবাসী ওই মেয়ে তার মায়ের কাছে টাকা পাঠাতে শুরু করেন। আর এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। প্রবাসী মেয়ের পাঠানো টাকার ভাগ নিয়ে গত রোববার রাত ৩টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে নুর আহমদ দা দিয়ে আছিয়া বেগমের গলা কেটে তাকে হত্যা করেন। এ ঘটনায় নুর আহমদকে আটক এবং হত্যায় ব্যবহৃত রক্তমাখা দা উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, এ ঘটনায় আছিয়া বেগমের ভাই রফিজ উদ্দিন বাদী হয়ে জগন্নাথপুর থানায় নুর আহমদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs