মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৬:০৬ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বেড়েছে জ্বরের প্রকোপ

সুনামগঞ্জপ্রতিনিধিঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় করোনার সংক্রমণ কমলেও আবহাওয়া পরিবর্তনের প্রভাবে হঠাৎ মৌসুমী জ্বর ও সর্দিতে আক্রান্ত রোগী বেড়ে গেছে।

এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চিকিৎসা কেন্দ্রগুলোতে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া শরীর ব্যথা নিয়ে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে স্থানীয় ওষুধের দোকানগুলোতেও প্যারাসিটামল গ্রুপের ট্যাবলেট কেনার হিড়িক পড়েছে।

সরেজমিনে মঙ্গলবার (১২ জুলাই) জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায়, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীই জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া ও দুর্বলতা নিয়ে আসছে। এর মধ্যে অনেকেই চিকিৎসক দেখানোর পর বাসায় ফিরছেন, আর যাদের সমস্যা গুরুতর তারা ভর্তি হয়ে সেবা নিচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগী সায়েম বলেন, করোনা ভাইরাস নয় ঋতু পরিবর্তনেরও প্রভাব পড়তে শুরু করেছে। এ কারণে এবং সাধারণ ভাইরাসে আক্রান্তের হার বাড়ায় সবখানেই এখন জ্বর, সর্দি ও জ্বর-পরবর্তী সময়ে শরীর দুর্বলতার রোগী বাড়ছে। এ সময়ে নিয়ম মেনে চলা, মাস্ক পড়া ও স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরী।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধুসূদন ধর বলেন, এটি মৌসুমী জ্বরের প্রকোপ। তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা চিকিৎসা দিচ্ছি রোগীদের।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.