রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ প্রথম টোল পরিশোধ করে, উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষে পদ্মা সেতু দিয়ে জাজিরা প্রান্তে পৌঁছে সেখানেও ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকালে সুধী সমাবেশে যোগ দিয়ে সেতুর উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে অনুষ্ঠান শেষে পদ্মা সেতুর টোল প্লাজায় টোল দেন প্রধানমন্ত্রী। ওই সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।
টোল দেয়া শেষে প্রধানমন্ত্রী উদ্বোধনী চত্বরে যান। দুপুর ১২টার একটু আগে বোতাম চেপে সেতুর ফলক উন্মোচন করেন সরকারপ্রধান। ফলক উন্মোচন শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ উপস্থিত অতিথিরা।
পরে পদ্মা সেতুর ওপর দিয়ে গাড়িবহর নিয়ে জাজিরা পয়েন্টের দিকে যান প্রধানমন্ত্রী। সেখানে দুপুর সাড়ে ১২টার সেতুর আরেক ফলক উন্মোচন করেন সরকারপ্রধান।
এর আগে পদ্মা সেতু উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটির মাঝে দাঁড়িয়ে অভিবাদন গ্রহণ করেন। এ সময় বিমান বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন প্রদর্শনী করা হয়।
প্রধানমন্ত্রী সেতুতে তাঁর বহর নিয়ে কিছুক্ষণ অবস্থান করেন। ওই সময় তিনি পদ্মা সেতুর সৌন্দর্য উপভোগ করেন।