News
- ১৬ আগস্ট, ২০২২ / ১৫১ দেখেছেন
এস এ আখঞ্জী তাহিরপুরঃ স্বাধীনতার মহা নায়ক, জাতির জনক শেখ মুজিবুর রহমানসহ স্বপরিবারে ঘাতকের বুলেটে আগষ্টের কাল রাত্রিতে নির্মম ভাবে শহিদ হয়েছেন । এ দিবস উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় শোকার্ত মানুষের ঢল নেমেছে।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক র্র্যালী, ও আলোচনা সভার অংশগ্রহণে বিভিন শ্রেণী পেশার মানুষ দলে দলে এসে গণ জমায়েত সৃষ্টি করেছে।
আজ সোমবার(১৫ই আগস্ট) দুপুরে উপজেলার পূর্ব বাজারে
দলীয় নেতা কর্মীর উদ্যোগে এক শোক সভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলী মুর্তজার সভাপতিত্বে, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এর পরিচালনায়’ বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুস সোবহান আখঞ্জী, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য মোতাহার হোসেন আখঞ্জী শামীম, আওয়ামিলীগ নেতা সেলিম আহমদ, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম মাসুক,জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবুল খয়ের, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আশ্রাউল জামান ইমন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান,উপজেলা মৎস্যজীবী লীগের সিনিয়র সহ-সভাপতি এমদাদনুর প্রমুখ।
আলোচনা সভার পূর্বে সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু প্রকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে, উপজেলা আওয়ামীলীগ উপজেলা প্রশাসন থানা পুলিশ,মুক্তিযোদ্ধাসহ উপজেলা আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ।