রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৩ অপরাহ্ন

জালালাবাদ এসোসিয়েশনের নির্র্বাচন- ২০২২-২৩ ॥ ড. মুবিন-জালাল-জসিম-দেলওয়ার পরিষদ প্যানেলের হবিগঞ্জে পরিচিতি সভা

স্টাফ রিপোর্টার ॥ জমে উঠেছে ঢাকাস্থ সিলেট বিভাগের বৃহত্তর সংগঠন জালালাবাদ এসোসিয়েশন নির্বাচন ২০২২-২৩। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে শনিবার সকাল সাড়ে ১১ টায় এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পরিচিতি সভায় ড. মুবিন-জালাল-এড. জসিম ও দেলওয়ার পরিষদের প্যানেল সদস্যদের পরিচিত করিয়ে দেন প্যানেলের সহ-সভাপতি প্রার্থী (জালালাবাদ) জালাল আহমেদ। এ সময় প্যানেলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিচিতি সভায় হবিগঞ্জের কৃতি সন্তান জালাল আহমেদ বৃহত্তর জালাবাদ এসোসিয়েশনের আসন্ন নির্বাচনে মুবিন-জালাল-জসিম ও দেলওয়ার পরিষদের প্রার্থীদের জন্য ভোট প্রার্থনা করেন। পরিচিতি সভা শেষে এক সংপ্তি বক্তব্যে জালাল আহমেদ বলেন, জালালাবাদ এসোসিয়েশন বৃহত্তর সিলেটবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য ও মানবিক কল্যাণে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে সংগঠনটি। আসন্ন নির্বাচনে আমাদের পুরো প্যানেলকে ভোট দিয়ে বিজয়ী করতে এবং আগামীর কর্মকান্ড আরও বেগবান করতে প্যানেলকে বিজয়ী করার আহবান জানান তিনি। হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী সভাপতিত্বে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট জসিম উদ্দিন আহমেদসহ অন্যান্য প্রার্থীরা। এছাড়াও বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান, সাধারণ সম্পাদক রাশেদ আহমেদ খান প্রমুখ। উল্লেখ্য, আগমী ১৮ জুন শনিবার ঢাকা অফিসার্স কাবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs