মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৬:০২ পূর্বাহ্ন

জীবনের প্রতি যত্ন নেওয়া শেখাতে হবে শিক্ষার্থীদের -শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

নিজস্ব প্রতিবেদকঃ শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, ‘বৃক্ষ রোপন ও পরিচর্যার মাধ্যমেই শিক্ষার্থীদের জীবনের প্রতি যত্ন নেওয়া শেখাতে হবে। এতে তারা নিজের  এবং পরিবারের প্রতি আরও দায়িত্বশীল হবে।’ প্রকৃতির প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানিয়ে তিনি এসময় বলেন, ‘আমরা সবাই যদি প্রকৃতির প্রতি যত্নবান হই, তবে প্রকৃতিও আমাদের দেখবে। বিশ্বের বিভিন্ন দেশ উন্নয়নের নামে পরিবেশ দূষণ করছে। কিন্তু পরিবেশসহ জলবায়ু মোকাবেলায় আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয়েছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আজ সোমবার (১৮ জুলাই) দুপুরে সিলেটের ওসমানীনগরে ন্যাশনালওয়াইড অ্যাসোসিয়েশন ফর ইন্টারগ্যাটেড ডেভেলপমেন্ট (নিড) আয়োজিত বৃক্ষ রোপন ও চিকিৎসা সহায়তার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

দয়ামীরস্ত মাহারা কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, ‘আমি সিলেটে এসে শিক্ষা সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছি। বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পাঠদানের জন্য প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় সকল প্রতিকুলতা দূর করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আরো এগিয়ে যাবে।’

নিড এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী  আনোয়ার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, জেএসি ইউকে অ্যান্ড কনসাল ফর ফিনল্যান্ড’র বিচারক জুলিয়ান এফডব্লিউ ফিলিপস, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিসিবি’র পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী।

অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরণের ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

প্রসঙ্গত, আগামী ২ বছরের মধ্যে  ওসমানীনগরে ৩৫ হাজার গাছের চারা রোপন করার উদ্যোগ নিয়েছে সংগঠনটি।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.