মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১২:২১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের জুড়ীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট -২০২২ এর উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুড়ী কলেজ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম.এ মোঈদ ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্ম্মা, অফিসার ইনচার্জ জুড়ী থানা সঞ্জয় চক্রবর্তী, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি অশোক রঞ্জন রুদ্র পাল,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, মানিক সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা ইসলাম, মিহির বরণ রুদ্রপাল, আজাদ উদ্দিন, আব্দুল মালিক, প্রণয় রঞ্জন দাস, আলতাব হোসেন, আব্দুল হামিদ রাজ কুমার নাথ, সহকারী শিক্ষক আব্দুস শহীদ, জালাল উদ্দিন প্রমুখ।
উদ্বোধনী খেলায় ০-১ গোলে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে কালনি গড় সরকারি প্রাথমিক বিদ্যালয় জয় লাভ করে।