মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৩:০১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির, লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ এবং জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তারকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
সৌদিআরবের জেদ্দায় সরাফিয়া হোটেল ইম্পেরিয়ালে প্রবাসী লাখাই, হবিগঞ্জবাসীর উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। যুবলীগ জেদ্দা সৌদিআরবের সাধারণ সম্পাদক সোহেল রানার সভাপতিত্বে, যুগ্ম সাধারণ সম্পাদক শিপন আহসান ও সাংগঠনিক সম্পাদক শাহ নিজামুদ্দিন সাকির সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ ও হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাহমুদুল হাসানসহ আওয়ামী পরিবার ও কমিউনিটি নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন হারুনুর রশিদ, রবিউল হাসান, তোফাজ্জল হোসেন, শামসুল ইসলাম, ফয়সাল আহমেদ, লিটন, জুয়েল, সোহেল ও আজিজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, হবিগঞ্জ, লাখাই ও শায়েস্তাগঞ্জের মানুষ আমাকে বার বার ভোট দিয়ে নির্বাচিত করেছেন। নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনায় দোয়া করতে সকলের প্রতি অনুরোধ জানান।
তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকারের বিকল্প নেই। এজন্য আওয়ামী পরিবারের সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।