মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৭:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে আসা রিপোর্টে তার করোনা শনাক্ত হয়। রাত ১০ টার দিকে দৈনিক হবিগঞ্জ সমাচারকে বিষয়টি নিশ্চিত করেন তিনি নিজেই। জানা যায়, করোনার এমন ক্লান্তিকালেও এডভোকেট আলমগীর চৌধুরী দিনরাত পরিশ্রম করে দলের জন্য মাঠে থেকেছেন। ইউপি নির্বাচনকে সামনে রেখেও তিনি মাঠঘাট চষে বেড়াচ্ছেন। তিনি সকলের কাছে দেয়া প্রার্থনা করেছেন।