শুক্রবার, ০২ Jun ২০২৩, ০১:৪০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মৃত ৩৪ জন শ্রমিকের পরিবারবর্গকে মরনোত্তর ১১ লাখ ৮০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ শিল্পকলা একাডেমীর হলরুমে এ অনুদানের টাকা প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও
মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সজিব আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার এসএম মুরাদ আলী, পৌর মেয়র আতাউর রহমান সেলিম, মটর মালিক গ্রæপের সভাপতি ফজলুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, হবিগঞ্জ জেলা বাস, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আওলাদ মিয়া, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শাহ হাবিবুর রহমান জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সহ-সাধারণ সম্পাদক দিয়াদিছ মিয়া, সাংগঠনিক সাইদুর রহমান, প্রচার সম্পাদক আলী হোসেন মিয়া, কোষাধক্ষ্য মোঃ সেলিম মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নুরুল ইসলাম রাজু, শ্রম ও কল্যাণ সম্পাদক আব্দুল আউয়াল, সদস্য আহমেদ চৌধুরী ছায়েদ, হাজী ফরিদ মিয়া, লেচু মিয়া, খলিলুর রহমান ইকবাল, মোজাম্মেল হোসেন, আজিজুর রহমান, মোঃ সেলিম, আব্দুল আহাদ প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন- আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর সর্বক্রেত্রে সর্বোচ্চ উন্নয়ন হয়েছে। বাস টার্মিনালগুলোতে সরকার ব্যাপক উন্নয়ন করেছে। শ্রমিকদের কল্যাণেও সরকার কাজ করেছে। এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তিনি হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের উন্নয়নে ২ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।