মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:২৬ পূর্বাহ্ন

জৈন্তাপুরে অর্ধকোটি টাকার ভারতীয় প্রসাধনীসহ আটক ১

নিজস্বপ্রতিবেদকঃ বালু বোঝাই একটি ট্রাক থেকে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় প্রসাধনী ও শাড়ী উদ্ধার করেছে সিলেটের জৈন্তাপুর মডেল থানার পুলিশ। এসময় ট্রাকের চালককে আটক করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কাজী শাহেদ এবং শহিদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে সিলেট-তামাবিল মহাসড়কের পাকড়ী এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি ট্রাকে তল্লাশি করলে দেখা যায় বালু দিয়ে ঢেকে ভারতীয় প্রসাধনী ও শাড়ী বোঝাই করা রয়েছে ট্রাকটিতে। এসময় ট্রাকের চালককে আটক করা হয়।

আটক ট্রাকচালকের নাম রাহেল (২২)। তিনি জৈন্তাপুর উপজেলার হরিপুর শ্যামপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ জানান, উদ্ধারকৃত মালামাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালকের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.