সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৩:৩৭ পূর্বাহ্ন

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন। শুক্রবার (১২ নভেম্বর ) এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত শ্রীখেল এলাকায় একটি মোটরসাইকেল ও লেগুনার মধ্যে সংঘর্ষ হয়।  এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আহত লেগুনা যাত্রীরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং রাস্তার যানজট নিয়ন্ত্রনে আনে ।

এ সময় পুলিশ দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও লেগুনা গাড়ী পুলিশের নিয়ন্ত্রনে নিয়ে নেন।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগির আহমদ দুর্ঘটনার কথা স্বীকার করে বলেন, চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। পুলিশ হেফাজতে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও লেগুনা রয়েছে। হাইওয়ে পুলিশের কাছে তা হস্তান্তর করা হবে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs