শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৪ অপরাহ্ন

জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় মোটর আরোহী ৩ কিশোরই নিহত

মোঃ মহিবুর রহমানঃ জৈন্তাপুরে সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত তিন কিশোরই অবশেষে মারা গেছে।

রোববার (৩ জুলাই) বিকেল ৩টার দিকে সিলেট-তামাবিল আঞ্চ‌লিক মহাসড়কের চিকনাগুল সিলেট গ্যাস ফিল্ডের ৩ নম্বর গেটের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলো- সিলেট শাহপরাণ (রহ.) থানার পিরের বাজার আটগ্রামের আবদুল আহাদের ছেলে জ‌সিম আহমেদ (১৬), হাতুয়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে আজিম আহমেদ (১৬) ও সিলেট নগরীর ইসলামপুর এলাকার সুবেদুর রহমানের ছেলে ফাহিম রহমান (১৬)।

স্থানীয়রা জানান, সিলেট থেকে তিন কিশোর মোটরসাইকেলে জাফলংয়ের দিকে যা‌চ্ছিল। পথে চিকনাগুল এলাকার সিলেট গ‌্যাস ফিল্ডের ৩ নম্বর গেটের সামনে পৌঁছালে ‌বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হয়।

পরে তাদের উদ্ধার করে ‌সিলেট এম এ জি ওসমানী মে‌ডিকেল কলেজ হাসপাত‌ালে নিলে সেখানে কর্তব‌্যরত চি‌কিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এরপর সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, দুর্ঘটনাকব‌লিত যান দু‌টি উদ্ধার করা হয়েছে। এ ব‌্যাপা‌রে তামাবিল হাইওয়ে থানা পু‌লিশ আইনি ব‌্যবস্থা নিচ্ছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs