বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৯ অপরাহ্ন

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, আহত ৪

জৈন্তাপুর প্রতিনিধি সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর আসামপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত টমটমের যাত্রী এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন। শনিবার (১৩ আগস্ট) বেলা দেড়টার দিকে আসামপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাহেরা বেগম (৭০) উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া গ্রামের কুটি মিয়ার স্ত্রী।

আহতরা হলেন- উপজেলার আসামপাড়া গ্রামের নজির আলীর ছেলে মো. কবির (৪৫), লক্ষীপুর গ্রামের জমির মিয়ার স্ত্রী কুলসুমা বেগম (৭০), আসামপাড়া গ্রামের নুর উদ্দিনের ছেলে মনির (৩৫) ও আসামপাড়া গ্রামের কনু মিয়ার ছেলে হাফিজ রহমান (৫০)। আহতদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।

ঘটনার পর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ট্রাকটি আটক এবং সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করেন।

খবর পেয়ে ঘটনাস্থল ছুটে যান জৈন্তাপুর থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে ও লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs