মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০১:১২ অপরাহ্ন

জৈন্তাপুরে ৩ দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

জৈন্তাপুর প্রতিনিধি,সিলেট জেলার জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানীগঞ্জ উপজেলার তৃণমুল পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন বৃদ্ধির লক্ষে সাংবাদিকদের নিয়ে সাংবাদিকতা বুনিয়াদি প্রশিক্ষণ ও অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ১০টায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে এবং জৈন্তাপুর প্রেসক্লাবের সমন্বয়ে জৈন্তাপুর উপজেলা সদরে অবস্থিত সাইট্রাস গবেষণা কেন্দ্র অডিটরিয়াম ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হল রুমে ৩ দিনব্যাপী দুটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

পিআইবির পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আফরাজুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।

স্বাগত বক্তব্য রাখেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ, সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার।

কর্মশালার ‘প্রতিবেদন লেখার করণীয় ও বর্জনীয়’ বিষয়ে উপস্থাপন করেন পিআইবির কনিষ্ঠ প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম, সংবাদ লেখার কলাকৌশল, সংবাদ মূল্য ও সংবাদ চেতনা বিষয়ে উপস্থাপন করেন একাত্তর টেলিভিশনের যুগ্ন প্রধান বার্তা সম্পাদক পলাশ আহসান।

পৃথক ভেন্যুতে অনুষ্ঠিত দুটি প্রশিক্ষণ কর্মশালায় চার উপজেলার ৭০ জন গণমাধ্যমকর্মী বুনিয়াদি প্রশিক্ষণ এবং অনুসন্ধানমূলক সাংবাদিকতা প্রশিক্ষণে অংশ গ্রহন করছেন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs