শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১২:২৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলে সড়কে বাস ও অটোভ্যানের সংঘর্ষে দুই ভাইসহ চারজন নিহত হয়েছেন। শুক্রবার রাত ১২টার দিকে জেলার জামালপুর-ধনবাড়ি সড়কের নল্ল্যা বাজারের গ্রামীণ ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টাঙ্গাইলের গোপালপুরের সুতি পলাশ এলাকার চান কৃষ্ণ কর্মকারের ছেলে ও অটোভ্যান চালক বাবুল কর্মকার, জামালপুরের রামনগর এলাকার শহিদের ছেলে সাইফুল ইসলাম, সাইফুলের ভাই মৃদৃল ও একই গ্রামের ফজলুলের ছেলে হাসান।
ধনবাড়ি থানার এএসআই আশিকুজ্জামান জানান, জামালপুর থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোভ্যানের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোভ্যানের চালকসহ দুইজনের মৃত্যু হয়। এ সময় গুরুত্বর আহত হন আরো দুইজন। তাদের উদ্ধার করে ধনবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত ছাড়া রাতেই মরদেহগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।