রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৮:৩৫ পূর্বাহ্ন
ইশতিয়াক শোভনঃ শায়েস্তাগঞ্জে পূবালী ব্যাংক লিমিটেডের নতুন উপশাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) দুপুরে শায়েস্তাগঞ্জ স্টেশন রোডের এম এ মুক্তাদির কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপশাখার উদ্বোধন করেন সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক আবু লাইছ মোঃ শামসুজ্জামান। পূবালী ব্যাংক শায়েস্তাগঞ্জ শাখার ব্যবস্থাপক দেওয়ান আরিফুল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রিন্সিপাল অফিসের উপব্যবস্থাপক মোঃ মশিউর রহমান খাঁন, সিলেট পূর্ব অঞ্চলের প্রধান ও উপব্যবস্থাপক চৌধুরী মোঃ শফিউল হাসান, মৌলভীবাজারের অঞ্চল প্রধান ও উপব্যবস্থাপক মোঃ ফজলুল কবীর চৌধুরী, মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ আবু তাহের, হবিগঞ্জ শাখার সহকারী ব্যবস্থাপক আজিজুর রহমান প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ ব্যাকসের সভাপতি আবুল কাশেম শিবলু, বিশিষ্ট ব্যবসায়ী সারোয়ার আলম শাকিল, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ স ম আফজাল আলী, সাধারন সম্পাদক মঈনুল হাসান রতন, শায়েস্তাগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ, রিপোর্টার ক্লাবের সভাপতি মোঃ মামুন চৌধুরী, সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর সহ বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ।