মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৩:৩৭ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে নগরকান্দা উপজেলায় রেললাইন পার হওয়ার সময় ইজিবাইকে ট্রেনের ধাক্কায় মা-ছেলে নিহত হয়েছেন।
সোমবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রামদিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মা লিমা বেগম (২৫) ও ছেলে ইমরান হোসেন (৭)। তারা ইজিবাইকের যাত্রী ছিলেন। নিহত লিমার বাবার বাড়ি নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া গ্রামে এবং স্বামীর বাড়ি ভাঙ্গা উপজেলার সদরদী এলাকায়।
জানা যায়, ফরিদপুরের ভাঙ্গা থেকে রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেসের একটি ট্রেনের সাথে একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে মা-ছেলে নিহত হন।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়। এ ঘটনায় মা-ছেলে নিহত হয়েছেন। এ ব্যাপারে রেলপুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।