শনিবার, ১০ Jun ২০২৩, ১২:০৮ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:

ডেঙ্গু জ্বরে হাসপাতালে ভর্তি ৩৯৯ জন

নিজস্ব প্রতিবেদকঃ ডেঙ্গু জ্বরে আক্রান্ত গত ২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৩৯৯ জন।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আক্রান্তদের মধ্যে ২৮০ জনই ঢাকার। এছাড়া অন্যান্য বিভাগে ১১৯ জন।

দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ৪৮৩ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৫০টি হাসপাতালে ভর্তি আছে এক হাজার ৮৯ জন। ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ৩৯৪ জন।

চলতি বছরের এ পর্যন্ত ১১ হাজার ১৭৭ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন নয় হাজার ৬৪৯ জন। মারা গেছেন মোট ৪৫ জন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs