শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫২ অপরাহ্ন

তাহিরপুরে,বৈদ্যুতিকস্পৃষ্টে যুবকের মৃত্যু

এস এ আখঞ্জী তাহিরপুরঃ সুনামগঞ্জের তাহিরপুরে বিদ্যুতিকস্পৃষ্টে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া যায়। এঘটনায় আরেক জন গুরুতর আহত।
আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার সময়  উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে বাগলী বাজারে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত আব্দুল্লাহ(২১) উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বিনদপুর গ্রামের মৃত কাইয়ুমের ছেলে।
এ ব্যাপারে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির’ ইনচার্জ’ এএসআই খাইরুল ইসলাম,  ১নং ওয়ার্ডের ইউ পি সদস্য শাহ জাহান খন্দকার এর বরাত দিয়ে ঘটনার সত্যতা  নিশ্চিত  করে বলেন,
আমরা ঘটনার স্থলে যাচ্ছি।
 পরে বিস্তারিত জানতে পারবো।
এ ব্যাপারে উপজেলার  শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের ইউপি  সদস্য মো. শাহজাহান খন্দকার গণমাধ্যমকে জানান, বিকেলে বাগলী বাজারে থাকা আমার একটি ভবনের ছাদের তালা ভেঙে দুই যুবক উপরে ওঠে। সেখানে ভবনের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই এক যুবক মারা যায়। এ সময় তাকে বাঁচাতে গিয়ে সঙ্গে থাকা অপর যুবক আহত হয়। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাহিরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs