শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৯ অপরাহ্ন

তাহিরপুরে অবৈধ পথে আসা কয়লা আটক

এস এ আখঞ্জী তাহিরপুর প্রতিনিধিঃ রাজস্ব ফাঁকি দিয়ে সীমান্তের ওপার থেকে নিয়ে আসা, ভারতীয়  আড়াই হাজার কেজি কয়লা, যাঁর  কোন বৈধ কাগজপত্র না থাকায়, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রামসিংপুর আনসার ক্যাম্পের টহলরত বাহিনীর হাতে আটক হয়েছে অবৈধ মালামাল। বুধবার  (১০আগষ্ট) সকালে তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের  রামসিংপুর গ্রামের পার্শ্বে টাংগুয়ার হাওরের অংশ ( ড্রেন নামক) স্থান থেকে আটক করা হয় । এ ব্যাপারে রামসিংপুর ক্যাম্পের এপিসি আবু নাসের সাইফুল্লাহ সততা নিশ্চিত করে  বলেন,  আমরা প্রতিদিনের ন্যায় হাওরে টহল কার্যক্রম পরিচালনা করি,ভোররাতে হঠাৎ আমরা দেখতে পাই,হাওর দিয়ে বস্তা বোঝাই করে একটি নৌকা যাচ্ছে। তখন নৌকার কাছে গিয়ে দেখি নৌকায় বস্তাবন্দি কয়লা।তখন বিষয়টি আমাদের কাছে সন্দেহ মনে হলে আমরা তাদের কাজে কয়লা চালানের কাগজপত্র আছে কি-না জানতে চাইলে তারা কোন কাগজপত্র নেই জানালে,আমরা কয়লার নৌকার মাঝি সহ কয়লা বোঝাই নৌকাটি আমাদের হেফাজতে এনে ইউএনও কে অবগত করি। স্থানীয় এলাকাবাসীর সুত্রে জানাযায়, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়া ও চারাগাঁও শুল্ক ষ্টেশন এলাকাকে ব্যবহার করে একদল চোরাকারবারি ক্ষমতাসীন দলের প্রভাব কাটিয়ে দীর্ঘদিন ধরেই ভারত হতে চোরাচালানের মাধ্যমে বিনা শুল্কে কয়লার চালান ওপার হতে এপারে নিয়ে এসে,ভূয়া চালানপত্র ও মিনিপাসের মাধ্যমে। মধ্যনগর,নেত্রকোনার কলমাকান্দাসহ দেশের বিভিন্ন ইটভাটায় সরবরাহ করে আসছে।

এ বিষয়ে তাহিরপুর থানা অফিসার ইন-চার্জ ওসি মোঃ আব্দুল লতিফ তরফদার এর কাছে জানতে চাইলে উনি বলেন,এ বিষয়ে আমাদের কাস্টমস জানালে আমরা আইনগত ব্যবস্থা নিব আপনারা কাস্টমস কে ফোন দেন।

এ ব্যাপারে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবির   এর কাছে জানতে চাইলে,তিনি  বলেন আমাকে রামসিংহপুর  আনসার ক্যাম্পের এপিসি জানিয়েছে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs