শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৩:১৯ অপরাহ্ন

খবরের শিরোনাম:
শান্তিগঞ্জে অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই আটক বাজেট ২০২৩-২৪: যেসব পণ্যের দাম বাড়ছে স্বাধীনতার ৫১ বৎসরে উন্নয়ন বঞ্চিত বীর শহীদের গ্রাম বানিয়াচংয়ের মাকালকান্দি ব্রাজিলের বড় জয়ের দিনে বিশ্বকাপ থেকে ছিটকে গেল আর্জেন্টিনা বাজেটে ঘাটতি ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনের ইনডোর সংস্কারের আনুষ্টানিক উদ্ভোধন। শিক্ষার ভাল পরিবেশ তৈরীতে প্রয়োজন দায়িত্বশীল ভূমিকা-এমপি আবু জাহির কাকাইলছেওয়ে সরকারি জায়গায় এক্সেভেটরের মাধ্যমে অবৈধভাবে পুকুর ও বসতভিটা নির্মাণ মাধবপুরে শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন লাখাইয়ে ৩৮টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

তাহিরপুরে ওপেন হাউস ডে

এস এ আখঞ্জী তাহিরপুরঃ শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি বজায় রাখার লক্ষ্য সুনামগঞ্জের তাহিরপুর থানার পুলিশের আয়োজনে, নানা শ্রেনীপেশার লোক জনতার সাথে উম্মুক্ত আলোচনা সভা, ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।
রোববার( ২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার সময়  তাহিরপুর  থানা প্রাঙ্গণে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন এর সভাপতিত্বে, এস আই নাজমুল হকের সঞ্চালনায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। উক্ত  সভায় নানা শ্রেনী পেশার লোকজনের উপস্থিতিতে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা রায়হান কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা  আবুল হোসেন খান।
উপস্থিত জনতার পক্ষ থেকে  বক্তব্য রাখেন,তাহিরপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন,  সাংবাদিক কাশেম প্রমুখ।
 এসভায় অতিরিক্ত পুলিশ সুপার সুমন মিয়া, উপস্থিত সবাইকে উদ্দেশ করে বলেন, কেউ কখনো, কোনো অপরাধের সহযোগী হবেন না, আর নিজেও অপরাধ মূলক কাজ থেকে বিরত থাকবেন।
লোক জনতার পক্ষ থেকে গুরুত্ব পূর্ণ  দুইটি বিষয় উল্লেখ করেন। ইভটিজিংক,  মাদক দ্রব্য নির্মূল।
এসব নির্মূল  হলে, সমাজে বিশৃঙ্খলার প্রবনতা কমে যাবে।  আইন শৃঙ্খলা বাহিনী, এ বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার জন্য, উপস্থিত জনতা আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, সহসভাপতি কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,  সাংবাদিক সওকত, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs