মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:৫১ পূর্বাহ্ন

তাহিরপুরে, চোরাই কয়লাসহ বারকি নৌকা আটক

এস এ আখঞ্জী  তাহিরপুরঃ বাংলাদেশ  সীমান্তের ওপার থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা প্রায় ২হাজার  কেজি (৪৫ বস্থা) ভারতীয় কয়লার, বৈধ কোন কাগজপত্র না দেখাতে পারায়,  স্থানীয় লোকজন ও সংবাদ কর্মীরা নজরদারিতে রেখে, পুলিশ ও বিজিবিকে অবগত করা হয়।   তাত্ক্ষণিক ভাবে  চোরাই কয়লাসহ নৌকা জব্দ  করেছে  বালিয়াঘাট বিজিবির জোয়ানরা।

বৃহস্পতিবার ( ১সেপ্টেম্বর) দিবাগত-রাত ১টার সময়, বালিয়াঘাট বিওপির টহল দল খবর পেয়েই, নায়ক সুবেদার শরিফুল ইসলাম এর নেতৃত্বে, সঙ্গীয় ফোর্স নিয়ে,  তাত্ক্ষণিক অভিযান চালিয়ে,  তাহিরপুর  উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সংসার হাওরের দক্ষিণ ও পাটলাই নদীর মধ্যেস্থল ভোরাঘাট খাল নামক এলাকা থেকে  চোরাচালানের,  চোরাই (৪৫বস্থা) ২,জাহার কেজি  কয়লাসহ বারকি নৌকা আটক করেন । আর চোরাকারবারিরা অভিযানের টের পালিয়ে যায়।

বিজিবি আসার পূর্বেই, ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই খাইরুল ইসলামকে চোরাচালানের বিষয়ে অবগত করলে, তিনি বলেন,  আমি একটি অভিযানে আছি আপনারা  ওসি স্যারকে বলুন।

স্থানীয় লোকজনের তথ্যমতে জানাজায়, বৃহস্পতিবার  রাতে সীমান্তের লালঘাট নামক স্থান থেকে চোরাই কয়লার  বস্তা বোঝাই করে,  একটি নৌকা সংসার  হাওর দিয়ে যাচ্ছে।

এমন সংবাদ পেয়ে ঘটনার স্থলে  নৌকার কাছে গিয়ে দেখি নৌকাটিতে বস্তাবন্দি করা কয়লা রয়েছে।তখন  সন্দেহ হলে, চোরাই কারবারির  কাছে কয়লার বৈধ কাগজপত্র আছে কি-না জানতে চাইলে, চোরাইকারবারিরা কোন কাগজপত্র না দেখাতে পারেনি,কয়লা বোঝাই কাঠবডি নৌকাসহ চোরাইকারবারিদের নজর বন্দী করে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবির কে অবগত করি।

বিভিন্ন তথ্যসুত্রে জানাযায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়া ও চারাগাঁও শুল্ক ষ্টেশন এলাকাকে ব্যবহার করে একদল চোরাকারবারি ক্ষমতাসীন দলের প্রভাব কাটিয়ে দীর্ঘদিন ধরেই ভারত হতে চোরাচালানের মাধ্যমে বিনা শুল্কে কয়লার চালান ওপার হতে এপারে নিয়ে এসে,ভূয়া চালানপত্র ও মিনিপাসের মাধ্যমে। মধ্যনগর,নেত্রকোনার কলমাকান্দাসহ দেশের বিভিন্ন ইটভাটায় সরবরাহ করে আসছে।

এ ব্যাপারে বালিয়াঘাট বিওপির নায়ক সুবেদার শরিফুল ইসলাম আটককের  সত্যতা নিশ্চিত করে বলেন,  আটক কৃত চোরাই কয়লা, ১টি বারকি নৌকা শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার প্রক্রিয়াধীন।

এ ব্যাপারে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি)  ইফতেখার হোসেন, নায়ক সুবেদার শরিফুল ইসলাম এর বরাত দিয়ে সত্যতা নিশ্চিত করে বলেন,  আমি ও পুলিশ ফোর্স পাটিয়ে ছিলাম। তিনি  আরও বলেন, চোরাচালান প্রতিরোধে তাহিরপুর থানা পুলিশ সক্রিয় অবস্থানে রয়েছে।

সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ানের বিজিবির অধিনায়ক মোঃ মাহবুবুর রহমান এর কাছে জানতে বার বার উনার অফিসিয়াল মোবাইল ফোনে কল করে ও রিসিভ না হওয়ায়

 

 

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.