শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৩:২৩ অপরাহ্ন
এস এ আখঞ্জী তাহিরপুরঃ সীমান্তের ওপার থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা, অবৈধ কয়লা নৌকা বোঝাই করে,
হাওর পথে পাচ্ছার কালে স্থানীয় সংবাদ কর্মীর নজরে আসলে। নজরদারিতে রেখেই, থানার পুলিশকে অবগত করা হয়। এ খবর পেয়ে, দ্রুত ঘটনা স্থলে পৌঁছেই, চোরাই কয়লাসহ ১টি কাঠ বডি ও ১টি স্টিল বডির ইঞ্জিন আটক করেছে থানা পুলিশ ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৮সেপ্টেম্ভর) ভোরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টাংগুয়ার হাওরের ওয়াচ-টাওয়ার সংলগ্ন, নজরকালী হাওর নামক স্থান থেকে (২শত বস্থা) প্রায় ১০মেঃটন
চোরাই কারবারির অবৈধ কয়লা বোঝাই নৌকা ইঞ্জিন সহ আটক করা হয় । এসময় চোরাকারবারিরা মালামাল ফেলে
পালিয়ে যায়। সকাল সাড়ে ৭টার সময়, এস, আই সাইদুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় নিয়ে ঘটনা স্থলে যান, পরিত্যক্ত অবস্থায় অবৈধ কয়লাসহ ২টি নৌকাসহ অবৈধ কয়লা আটক করে নিয়ে যায় হয়।
স্থানীয় এলাকার তথ্য মতে জানা যায়, তাহিরপুর উপজেলার লালঘাট, লাকমা, ট্যাকেরঘাট, জঙ্গল বাড়ি, চারাগাও সীমান্ত দিয়ে, , আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে,ওপার থেকে, প্রতি রাতেই,
চোরাই পথে নিয়ে আসা অবৈধ কয়লা দেশের , বিভিন্ন প্রান্তে সরবরাহ করে থাকে চোরাচালানিরা।
এ ব্যাপারে, তাহিরপুর থানার এস,আই, সাইদুল ইসলাম, এ ঘটনার সততা নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন ও স্থানীয় সংবাদ কর্মীদের নজরে আসার পর, থানা পুলিশ কে অবগত করলে, সরজমিনে দ্রুত পৌঁছানোর
জন্য রওয়ানা দেই, এসেই অবৈধ কয়লাসহ ২টি নৌকা ইঞ্জিনসহ আটক করেছি। মালের পরিমাণ ১০মেঃটন।