শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৪ অপরাহ্ন

তাহিরপুরে বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল এ-র ৭৩তম জন্ম বার্ষিকী পালিত

এস এ আখঞ্জী তাহিরপুরঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায়” স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ট পুত্র, দেশের শ্রেষ্ঠ ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন, ক্যাপ্টেন, বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল এ-র ৭৩তম জন্ম বার্ষিকী যথা যোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
আজ শুক্রবার(৫ আগষ্ট)
সকাল ১১টার সময়, তাহিরপুর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও থানা পুলিশের আয়োজনে, বীর মুক্তিযোদ্ধা, শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলার নির্বাহী কর্মকর্তা রায়হান কবির, (তাহিরপুর- জামালগঞ্জ) থানার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সহিদুর রহমান, তদন্ত ওসি সোহেল রানা।
এরপর উপজেলার বঙ্গবন্ধু হল কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায়, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, বিশেষ অতিথি সহকারী পুলিশ সুপার সার্কেল সহিদুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলার কৃষি কর্মকর্তা হাসান উর দৌলা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, দৈনিক সমকাল এর উপজেলা প্রতিনিধি সাংবাদিক আমিনুর ইসলাম প্রমুক।
ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী,রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা ,
ইউপি চেয়ারম্যান, সাংবাদিকবৃন্দ,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs